মোঃ বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ কুয়েতস্থ সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মোঃ রেনু মিয়ার সহোদর মতিন মিয়ার মৃত্যুতে গত ৫ অক্টোবর রাতে কুয়েত জিলিব আল সুয়েখের আল মোহাম্মেদীয়া হোটেলে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির নব গঠিত কমিটির সভাপতি মোঃ লাভলু মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তরুণ সংগঠক নোমান আহমদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সংগঠক কাজী শফিক।
মঞ্চে উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা তারা মিয়া, সাবেক ইউপি সদস্য ময়না মিয়া, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ লেচু মিয়া, সহ সভাপতি তালুকদার মানিক মিয়া।
শোক সভায় বক্তব্য রাখেন, ইকবাল আহমদ, তাজ উদ্দিন, আকরাম মিয়া, ফরিদ মিয়া, নুর নবী প্রমুখ।
অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, মোঃ নাজিম তালুকদার, চান মিয়া, এলাইছ মিয়া, হাফিজ আবদীন, রেনু মিয়া, সুরুক মিয়া, সবুজ মিয়া, হারুন আহমদ, শেখ মোবারক, সুনা উদ্দিন, নুর তালুকদার, আবু মনসুর, সাইফুল ইসলাম, কামাল উদ্দিন, আলা উদ্দিনসহ অনেকে।
পরিশেষে মরহুম মতিন মিয়ার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া মোনাজাত করেন হাফিজ আতিকুর রহমান।