মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ কুয়েত বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা গত ৬ অক্টোবর রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি জাহাংগীর আলম বাশারের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারন সম্পাদক নজরুল ইসলাম শাহীনের সঞ্চালনায় উক্ত পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দুতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, প্রকৌশলী শাহজাহান, মোজাম্মেল হক তারেক, রফিকুল ইসলাম, সহ সভাপতি আবদুল আজিজ, দেলোয়র হোসেন, বাহার উদ্দিন বাহার, রফিকুল ইসলাম ভুলু, সহ সভাপতি ইসমাইল হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহসহ অনেকে। ১০১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচয় ঘোষনা করেন দুতাবাস প্রতিনিধি সাজেদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক সোবহান সরদার, কবি সাহিত্যিক লেখক আনিছুর রহমান মিলন, ফজলুল হক, ইমন সেন্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোল্লা, প্রচার সম্পাদক ফরিদ উদ্দিন সহ পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট জনরা।
অনুষ্ঠানে বক্তারা বৃহত্তর বরিশাল বিভাগের অতিথ ঐতিহ্য বিশিষ্ট ব্যক্তিদের স্মরণ ও তাদের দেখানো পথে সবাইকে ঐক্য বদ্ধ ভাবে এগিয়ে চলার আহবান জানান। কুয়েত প্রবাসী বরিশাল বিভাগের বিপুল সংখ্যক প্রবাসী ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে এক নৈশ্যভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।