নিজস্ব প্রতিবেদকঃ কুয়েতে সোফা তৈরিতে প্রবাসী বাংলাদেশীদের সুনাম দীর্ঘদিনের,এখানে বাংলাদেশীদের চেয়ে ভালো মানের সোফা তৈরি করা কারো পক্ষেই সম্ভব নয়।
কুয়েতের আব্বাসিয়া এলাকা সোফা ব্যবসায়ীদের পছন্দের একটি জায়গা।ফলে এখানেই গড়ে উঠেছে প্রবাসী বাংলাদেশীদের সোফা ফ্যাক্টরি গুলো।
এছাড়া আব্বাসিয়া এলাকায় বসবাসরত সিংহভাগ প্রবাসী বাংলাদেশীরা এই সোফা ব্যবসার সঙ্গেই জড়িত।
কুয়েতের আব্বাসীয়া এলাকায় ‘হক সোফা ফ্যাক্টরি’ উদ্বোধন করা হয়েছে।
হক সোফা উদ্বোধন পূর্বে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন প্রতিষ্ঠানটির মালিক আব্দুল হক।
এসময় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশ সোফা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা, যথাক্রমে, আজিজুল ইসলাম, খছরু আহমেদ, এস,এম,আব্দুল আহাদ, সাহেল আহমেদ, আবুল হুসেন, ফয়সাল আহমেদ,ফয়জুল হক কুটি, কামাল আহমেদ,জালাল আহমেদ,আলতাফ হুসেন প্রমুখ।
‘হক সোফা ফ্যাক্টরী’ এর মালিক আব্দুল হকের এটি দ্বিতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান।