কুয়েতে সিলেট নবজাগরণ স্পোটিং ক্লাব এর জার্সি উন্মোচন ও আলোচনা শুভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি নোমান আহমদ।
সাধারণ সম্পাদক সেলিম মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আহ্বায়ক,জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত এর সাধারণ সম্পাদক ও আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মুরাদুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের পৃষ্ঠপোষক ও জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত এর সভাপতি আব্দুল হাই মামুন, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত এর উপদেষ্টা জ্যেষ্ঠ কমিউনিটি নেতা আব্দুল আলিম, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উপদেষ্টা আব্দুর রাজ্জাক ভূঁইয়া, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সদস্য সচিব কামরুজ্জামান টিটো, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, বেলাল উদ্দিন, সুরুক মিয়া,আখলাকুল আম্বিয়া বাহার, আ.হ.জুবেদ, মীর শাহীন,দিদারুল ইসলাম প্রমুখ।
বক্তব্য রাখেন, নাসির উদ্দিন,জাহিদুল আহমেদ,মাসুদ রানা, রাসেল আহমদ,ফয়সাল আহমেদ, আহাদ আম্বিয়া খোকনসহ আরো অনেকে।
শরীর ও মন ভালো রাখার জন্য খেলাধুলা করা প্রয়োজন। স্বাস্থ্যসচেতন মানুষেরা হাজারও ব্যস্ততার মাঝেও শরীর ও মনকে চাঙ্গা করার জন্য নিয়মিত খেলাধুলা করেন। খেলাধুলা মানুষের ভেতরে একটি প্রশান্তি এনে দেয়, এনে দেয় ভারসাম্যও। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুরাদুল হক চৌধুরী।
তিনি বলেন, প্রবাসে হাজারো কর্মব্যস্ততার মাঝেও আপনারা খেলাধুলা করছেন। নিশ্চয় এজন্য আপনারা ভূয়সী প্রশংসার দাবিদার।
আগামী তিন মাস স্থানীয় একটি মাঠে যাতে ক্রীড়াচর্চা করা সম্ভব হয়; সেই ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন মুরাদুল হক।