মোঃ বিলাল উদ্দিন / আল আমিন রানা : কুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত হন ঢাকার রাজার দেওরী গ্রামের অহিদুল নবীর এক মাত্র ছেলে কুয়েতে টেক্সি চালক স্বপরিবারে বসবাস করতেন ফয়সাল নবী।ভাগ্য বদলের আশায় ১৯৯১ সালে মধ্যপ্রাচ্যের দেশে কুয়েতে পাড়ি জামান।
প্রতিদিনের মতো অর্থের সন্ধ্যা রাস্তায় বের হন ফয়সাল নবী গাড়ি নিয়ে।ভাগ্যর বড়ই নির্মম পরিহাস হঠাৎ দ্রুত গতিতে একটি মাইক্রোবাস এসে ফয়সালের টেক্সি মুখোমুখি সংঘর্ষে ফয়সালের গাড়িটি উল্টে গেলে ঘটনা স্থলে ফয়সাল আহত হন। পরে পুলিশ আশংকাজনক অবস্থায় তাকে মোবারক আল কেবির হাসপাতালে ভর্তি করে।
দীর্ঘ ৩ দিন হাসপাতালের বেডে মুত্যুার সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় ফয়সাল মৃত্যু বরন করেন। আর এদিকে ফয়সাল নবীর মৃত্যুতে অসহায় হয়ে পড়েন তাঁর স্ত্রী নাজমা আক্তার এবং ৭ ও ৪ বছরের দুই মেয়ে আফরীন নবী সাইদা ও আশরীন নবী সাইদা কে নিয়ে প্রবাসের বাড়িতে। আর এই অসহায় পরিবার কে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কুয়েতস্থ বৃহত্তর নোয়াখালী, নারায়ণগঞ্জ বাসী কুয়েত, বন্ধু মহল, বাংলাদেশী বন্ধু মহল, পরদেশী বন্ধু মহল এর পক্ষ থেকে ৪ লক্ষ্য টাকা অনুদান প্রদান করেন তার মেয়ের হাতে।
বর্তমানে নিহত ফয়সালের লাশ আল-সাবাহ হাসপাতাল মর্গে রয়েছে। নিহত ফয়সালে স্ত্রী নাজমা আক্তার জানিয়েছে নিহতের লাশ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ হয়েছে আগামীকাল মঙ্গলবার মরদেহ নিয়ে তিনি দেশে যাবেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই