মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ ভাগ্যের কী নির্মম পরিহাস জীবনের ভাগ্যের চাকা ঘুরাতে ভিটেমাটি বিক্রি করে সাত মাস আগে কুয়েতে আসা আব্দুল কাদের (২৭) নামে এক বাংলাদেশি যুবক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে্ন।
গত১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে কুয়েতের মাহবুল্লা নামক এলাকার ২১০ নম্বর সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুর কাদের চাঁদপুর জেলা হাজীগঞ্জ উজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া গ্রামের খাশের বাড়ির আব্দুর রহিমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফিরছিল ঐ সময় দ্রুত গতি একটি গাড়ি ধাক্কা দিলে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহতের লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সচ্ছলতা ফেরাতে ৭ (সাত) লাখ টাকা খরচ করে সাত মাস আগে আল শাহারী নামে একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে আসেন এই যুবক।