
কুয়েতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮শে সেপ্টেম্বর) রাত ৯টায় কুয়েত সিটির রাজধানী হোটেল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েত আওয়ামীলীগের সভাপতি হোসেন মোহাম্মদ আজিজ।
সাধারণ সম্পাদক মো: হানিফ মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুতফুর রহমান মুখাই আলী।

বিশেষ অতিথি ছিলেন ডাক্তার মনিরুজ্জামান, সহ সভাপতি আব্দুল মন্নান, আব্দুল খালেক, আলম,জাতীয় শ্রমিকলীগ কুয়েতের সভাপতি কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ কুয়েতের সভাপতি আলা উদ্দিন আলা প্রমুখ।
বক্তব্য রাখেন,মো: টিপু চৌধুরী, নজরুল ইসলাম শাহিন, শহিদুল ইসলাম, মীর তারেক,তোফাজ্জল হোসেন, ইয়াছিন খান অভিসহ আরো অনেকে।
বক্তারা বলেন, আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ।বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।

তারা বলেন, বিশ্ব দরবারে অনেক সম্মান, পুরষ্কার আর দেশের সার্বিক উন্নয়নের জীবন্ত কীংবদন্তি শেখ হাসিনা। তার হাত ধরে এদেশ এগিয়ে চলেছে উন্নত বিশ্বের কাতারে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগ এর বিপুল সংখ্যক নেতাকর্মীরা।