আল আমিন রানা, বিশেষ প্রতিনিধি কুয়েতঃ ৭ই অক্টোবর ২০১৬ শুত্রুবার কুয়েত সিটির গুলশান হোটেলে ঢাকা থেকে প্রকাশিত সরকারী মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার কুয়েত পরিবারের উদ্যোগে সমসাময়িক বিষয়ের উপর বিশেষ আলোচনা সভার আয়োজন করেন কুয়েতে পত্রিকাটির বিশেষ প্রতিনিধি আল আমিন রানা।
সমসাময়িক বিষয়ের উপর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠানে আল আমিন রানার সঞ্চালনায় ও বিশিষ্ট কলামিস্ট আলী আজমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সাহিত্য পরিষদের কুয়েত এর উপদেষ্ঠা কবি আব্দুর রহিম,বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল কাদের মোলা, আল-তুয়েক ইন্টারন্যাশাল কোম্পানীর অপারেশন ম্যানাজার মোজাম্মেল হক তারেক,প্রাইভেট ডিটেকটিপ পত্রিকার কুয়েত প্রতিনিধি জাফর আহম্মেদ চৌধুরী,বিশিষ্ট সংগঠক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিুকুল ইসলাম ভুলু,আরটিভি কুয়েত প্রতিনিধি মুহাম্মদ জালাল উদ্দিন,সামাজিক ও রাজনীতিবিদ এমডি সেলিম।
এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রদৃষ্টি অনলাইন পত্রিকার সম্পাদক ও দৈনিক নতুন সময়ের কূটনীতিক প্রতিনিধি আ.হ.জুবেদ, কুয়েত আলকুত টিভির প্রতিনিধি এইচ এম ফারুক, অপরাধ চিত্র কুয়েত প্রতিনিধি মিজান আল রহমান, কবি ও দৈনিক ভাংগার আলো পত্রিকার প্রতিনিধি এম.এম মিঠু প্রমুখ, অগ্রদৃষ্টি সহ একাধিক অনলাইন পত্রিকার বিশেষ প্রতিনিধি আল-আমিন সরকার। পবিত্র কোরআন তেলাওয়ায়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, কোরআন তেলাওয়াত করেন আজাদ নুর।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশীইন কুয়েত অনলাইন পত্রিকার সম্পাদক আমিন ইসলাম ,প্রকৌশলী আবু সাইদ,রাজনৈতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন মন্টু,সাংবাদিক আ হ জুবেদ,সাংবাদিক মুহাম্মদ জালাল উদ্দিন,কবির হোসেন,মহি, এমডি সেলিম,প্রমুখ।
দৈনিক স্বাধীন সংবাদ ঢাকা থেকে চার রঙ্গের প্রকাশিত একটি নিয়মিতি জাতীয় পত্রিকা। দীর্ঘ ১৩ বছর প্রকাশনালগ্ন থেকেই পত্রিকাটি সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সতন্ত্র ধারা বজায় রেখে পাঠকপ্রিয়তা অর্জন করছে। দেশের আর্থ সামাজিক উন্নয়ন,ব্যবসা,বাণিজ্য,কৃষি,শিল্প,ত্রুীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সম্ভাবনা ও সমস্যা জনসম্মুখে তুলে ধরাই পত্রিকাটির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার কুয়েত পরিবারের উদ্যোগে সমসাময়িক বিষয়ের উপর বিশেষ আলোচনা সভায় বক্ততারা দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সকল কলাকুশলীকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন-আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন।এবং স্ব স্ব ক্ষেত্রে প্রবাসের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল রাখার চেষ্টা করবেন। বক্তারা আরো বলেন-আল আমিন রানা একাধারে একজন সাহসী কলম সৈনিক। সাহিত্য চর্চা ও সাংবাদিকতায় দীর্ঘ দিন ধরে কুয়েতের রাজনৈতিক ও সাংস্কৃতিক ও প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সংবাদ ইতি মধ্যে দায়িত্বের সাথে বাংলাদেশের দৈনিক, সাপ্তাহিক ও অনলাইন মিডিয়াতে প্রকাশ করে আসছে আমরা তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি। সেই সাথে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার অপ্রতিরুদ্ধ অগ্রযাত্রা অব্যাহত থাকুক,নিশ্চয়ই একদিন বিশ্বময় বিচ্ছুরিত হবে বাংলাদেশের আলোক উজ্জল মুখ।
বিশেষ অতিথি রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিকুল ইসলাম ভুলু তার বক্তব্যে বলেন, সরকার সে যেকোনো দলেরই হোক, যদি সরকারের কোনো ভুলের কারণে দেশ -জাতির উপর নেতিবাচক প্রভাব পড়ে; তাহলে সেই সরকারকে ন্যায় কথা জানিয়ে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, প্রবাসীদের মৃতদেহ দূতাবাসের উদ্যোগে দেশে পাঠানো হয় একথা আমরা জানি, কিন্তু এই মৃতদেহটি দেশে পাটাতে গিয়ে যে, কতো বিড়ম্বনার শিকার হতে হয় সেটি আপনারা বেশ ভালো করেই জানেন।
অথচ এই বিষয় গুলো নিয়ে যখন আমি দূতাবাসে কথা বলতে যাই; তখন সেখান থেকে বলা হয়, এধরনের সমস্যা নিয়ে শুধু তুমি’ই কথা বলো, আর তো এব্যাপারে কেউ কথা বলেনা।
স্পষ্টবাদী এই নেতা আরো বলেন, আসুন আমাদের অধিকার নিয়ে আমরা সবাই কথা বলি, তবেই আমাদের প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে সভাপতি আলী আজম বলেন, কুয়েতে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে আল আমিন রানা দায়িত্ব পাওয়ায় আমি উনাকে শুভাশিস জানাচ্ছি।
তিনি বলেন, আজকের স্বাধীন সংবাদের এই মহতি অনুষ্ঠানে আমি বলতে চাই যে, হয়তো আপনি রাস্তায় দাঁড়িয়ে বলবেন আমি স্বাধীন।
কিন্তু আমি বলবো, অবশ্য’ই আপনি স্বাধীন নয়।
বিশিষ্ট এক দার্শনিক বলেছিলেন যে, মানুষ শুধু জন্মে স্বাধীন, বাকি সর্বত্রে মানুষ পরাধীন।
যেমন পরিবেশের সামনে আপনি পরাধীন, প্রকৃতির সামনে আপনি পরাধীন।
সর্বোপরি জীবনে এমন কিছু হয়ে যাবে দেখবেন আপনি কিছুই করতে পারবেন না।
বিশিষ্ট এই কলামিস্ট আরো বলেন, আসুন সব ধরনের পরাধীনতা দূর করে আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এক সাথে কাজ করি।দৈনিক স্বাধীন সংবাদের বিশেষ প্রতিনিধি আল আমিন রানা তার সূচনা বক্তব্য বলেন, আমন্ত্রিত অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ আমার সাংবাদিকতার অগ্রযাত্রায় আপনাদের অকুন্ঠ সহযোগিতা ও সমর্থন একান্ত কাম্য।
সেই সাথে অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি-আসলে সাংবাদিকতা একটি মহান পেশা ,তবে আমার ব্যক্তিগত অভিমত, সাংবাদিকতা যতোটা না পেশা তার চেয়ে অনেক বেশি নেশার মতো কাজ করে। এই নেশাটা হচ্ছে দেশের জন্য,দেশের মানুষের জন্য কিছু করার নেশা। পৃথিবীর আর কোন পেশাতেই এতো স্বাধীনতা ও মানুষের জন্য কিছু করার এমন সুযোগ আর পাওয়া যায় না যেটি কিনা সাংবাদিকতা পেশা পাওয়া যায়। আর সে কারণেই আমি আজীবন সংবাদের সাথে যুক্ত থাকতে চাই। মানুষের ভালোবাসা পেতে চাই। চাই নেশাটা থাকুক আজীবন আর এই নেশা ছড়িয়ে পড়–ক সব সংবাদকর্মীর মধ্যে। তবেই জাগ্রত হবে প্রকৃত সাংবাদিকতার। দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার পক্ষ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে এসে আমাকে সহযোগিতা করার জন্য।
অনুষ্ঠানে সম্মানিত আমন্ত্রিত অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ,জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ, বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র তার অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন ও কুয়েতের সুশীল সমাজের নেতৃবুন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ও অনলাই পত্রিকার সাংবাদিকবৃন্দ ও সামাজিক সংগঠপনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলে।