নিজস্ব প্রতিনিধিঃ গতকাল ২৮শে অক্টোবর ২০১৬ইং রোজ শুক্রবার রাত ৯ঘটিকায় কুয়েত সিটিস্থ রাজধানী হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যুবদলের সভাপতি মাহফুজুর রহমান মাহফুজের সভাপতিত্বে ও সগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজান সবুজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান রাখেন, কুয়েত বিএনপির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আশরাফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম এনাম,মাষ্টার নুরুল ইসলাম, হুমায়ুন কবির সাইমুন, শাহজান হাওলাদার, রেদোয়ান মিন্টু, ইলিয়াস চৌধুরী, নাসির হাওলাদার, মোহাম্মদ আলি তালুকদার, ফরিদ উদ্দিন,আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সভাপতি জাকারিয়া আবেদিন, লুকমান জাহিদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,আমরা শহীদ জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করি, জাতীয়তাবাদী যুদল শহীদ জিয়া ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করে ছিলেন,বর্তমান সরকার জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসামূলক সাজা প্রদান করতে বিচারককে বাধ্য করা হয়েছে।
এমনকি বর্তমান ক্ষমতাসীন সরকার দুদুককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিরোধী দলের নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা,হত্যা,গুমসহ নানা অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। আমরা গণতন্ত্র বিশ্বাস করি,দেশে এখন গণতন্ত্র বলতে কিছুই নেই,সরকার দেশে সন্ত্রাস,নৈরাজ্য,খুন,গুম, নিরীহ জনগনকে আটক করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছে।
বর্তমানে দেশের মানুষ শান্তিতে নেই,বর্তমান সরকার দেশী-বিদেশী নাগরিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থতার প্রমাণ দিয়েছে।
দলটির নেতৃবৃন্দরা আরো বলেন, সরকারের উচিৎ একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা,তখন মানুষকে আর বিনা বিচারে জেল খাটতে হবে না,নিরাপদ লোককে খুন,গুম করা বন্ধ হয়ে যাবে,দেশের মানুষ আইনের সু-শাসন ও ন্যায় বিচার পাবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুয়েতের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
একপর্যায়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বিশাল কেক কাটা হয়। তার পরক্ষণেই নৈশভোজে অংশ নেন আলোচনা সভায় অংশ নেয়া নেতৃবৃন্দরা।