আ,হ জুবেদ:: কুয়েতের মহামান্য প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল-হামাদ আল সাবাহ এর প্রধান পৃষ্ঠপোষকতায় এবং মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল মুবারক আল সাবাহ এর সর্বাত্মক সহযোগিতায় তথা ফিনিক্স কোম্পানীর প্রতিষ্টাতা সভাপতি জাসিম জাসিম এর সভাপতিত্বে হয়ে গেলো ফিনিক্স কোম্পানী কর্তৃক আন্তর্জাতিক গ্র্যান্ড ফটোগ্রাফি প্রতিযোগিতার তৃতীয় আসর। ইন্টারন্যাশনাল কুয়েত ফটোগ্রাফি কনটেস্ট এর নিজস্ব ওয়েব সাইট থেকে উপরোক্ত সংবাদ জানাগেছে।
আরো জানা যায় যে,কুয়েতের আন্তর্জাতিক গ্র্যান্ড ফটোগ্রাফি প্রতিযোগিতার এবারের আসরে ১৮০ দেশের প্রায় দুই হাজারাধিক প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন।
১৮০ দেশের প্রায় দুই হাজারাধিক প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের তরুণ এ,এম আহাদ প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি ঘরে তুলেছেন, বিশাল অর্জনের পাশাপাশি কুড়িয়েছেন অবর্ণনীয় সুনাম।
এ,এম আহাদ গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের তেল সম্পদে সমৃদ্ধশালী দেশ কুয়েতে এসেছিলেন আন্তর্জাতিক গ্র্যান্ড ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিতে।
এদিকে গত ২১শে এপ্রিল ২০১৬ইং রোজ বৃহস্পতিবার অনুষ্টিত হয়ে গেলো আন্তর্জাতিক গ্র্যান্ড ফটোগ্রাফি প্রতিযোগিতার তৃতীয় আসর।
এতে ফিনিক্স কোম্পানী কর্তৃক আন্তর্জাতিক গ্র্যান্ড ফটোগ্রাফি এর উদ্যোগে বিশ্বের সর্বশ্রেষ্ট ফটোগ্রাফার হিসেবে ১৮ জন ফটোগ্রাফারকে বিশেষ সম্মাননা পদক ও পুরস্কৃত করা হয়েছে; তন্মধ্যে বাংলার এক টগবগে তরুণ এ,এম আহাদও ছিলেন একজন বিজয়ী ফটোগ্রাফার।
এ,এম আহাদ অগ্রদৃষ্টিকে জানিয়েছেন এনিয়ে ৩৫বার তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রদর্শনীতে পুরস্কৃত ও সম্মানিত হয়েছেন।