মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি : কুয়েতে একটি হাফলরীতে অগ্নিকান্ডে গাড়ীটি সম্পুর্ন ঝলে ছাই হয়েছে আর ভয়াবহ দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ৪ জন।
ঘটনার বিবরণে জানা গেছে, কুয়েত ওয়েষ্ট কালেকশন এন্ড রিসাইক্লিন নামক একটি কোম্পানির টাটা গাড়ী হাফলরী নং (৪৯৯১০) কুয়েত ৫ নং রোডস্থ করতুবা নামক স্হানে গত ১৮ জুন সকালে অগ্নিকান্ডে সম্পুর্ন ঝলে ছাই হয়েছে।
গাড়ীর ড্রাইভার বিকাশ দাশ এ প্রতিবেদককে জানিয়েছেন, চলন্ত গাড়ীতে হঠাৎ অাগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত নামিয়ে পরেন। এতে তার সাথে তাকা ২ বাংলাদেশী ও একজন ভারতীয় শ্রমিক রক্ষা পেয়েছে।ফায়ার সার্ভিস দ্রুত ঘটনা স্হলে এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।গাড়ীটিতে পুরাতন প্লাস্টিক ও পেপার কার্টুন ছিলো বলে জানা গেছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই