নিজস্ব প্রতিনিধিঃ গত ২৬শে নভেম্বর রোজ শনিবার ইন্ডিয়ান সেন্ট্রাল স্কুল কুয়েতের উদ্যোগে এক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নানান খেলাধুলার মাধ্যমে আয়োজিত উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ছাত্র-ছাত্রিরা অংশ গ্রহণ করেন। খেলাধুলার বিরাট এই আসরে বিভিন্ন রকমের খেলাতে কয়েক শত খেলোয়াড় এতে অংশ নেন।তন্মধ্যে বাংলাদেশের তরুণ কৃতি খেলোয়াড় সালমান আহমেদ তিন তিনটি দুর্লভ পুরস্কার অর্জন করেছেন।
ন্যাশনাল এওয়ার্ড হিসেবে প্রথম পুরস্কারটি এসেছে। দ্বিতীয় পুরষ্কার ডিসকাস থ্রোয় খেলাতে প্রথম স্থান অর্জনকারী হিসেবে এসেছে। তৃতীয় পুরস্কার আরেকটি খেলাতে প্রথম স্থান অর্জনকারী হিসেবে এসেছে।
সালমান আহমেদ ইন্ডিয়ান সেন্ট্রাল স্কুল কুয়েতের একজন প্রতিভাবান ছাত্র। তার লেখাপড়াতে যেমন রয়েছে ভালো রেজাল্ট; ঠিক তেমনি সব খেলাধুলাতেও বেশ পারদর্শী উদীয়মান তরুণ এই খেলোয়াড় ও প্রতিভাবান ছাত্র সালমান আহমেদের দেশের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বিরনভাগ গ্রামে।
সালমানের বাবা শামিম আহমেদ কুয়েতে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনি কুয়েতে বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক।