মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপ লক্ষে গত ১৭ এপ্রিল রাতে বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কুয়েত সিটির গুলশান হোটেলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুয়েত আওয়ামীলীগের অন্যতম নেতা আতাউলল গনি মামুনের সভাপতিত্বে ও উদীয়মান সংগঠক শাহ নেওয়াজ নজরুলের সাবলীল উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুয়েত বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাঠয়ারী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটির সাধারন সম্পাদক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ফয়েজ কামাল।
অালোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান মকাই মিয়া, কুয়েত আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এস এম আব্দুল আহাদ,
তরুন রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হোসেন মুরাদ চৌধুরীসহ কুয়েত আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। এখন একটি মহল মুজিবনগর সরকারকে অস্বীকার করে ইতিহাস বিকৃতি করছে। বক্তারা আরো বলেন, ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে কিন্তু বাঙ্গালির হৃদয় থেকে মুছে ফেলা যাবে না।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই