ডেস্ক নিউজ: কুড়িগ্রামের রৌমারীতে ক্ষমতাশীন দলের কতিপয় ‘ভুমিদস্যু’ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ৫৭ ধারায় মামলায় আজ বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিনে মুক্ত পেয়েছেন সাংবাদিক আনিছুর রহমান। আনিছুর রহমান উপজেলার কর্তিমারী বাজারপাড়ার ইস্রাফিল হকের ছেলে।
এর আগে ৩১ আক্টবর ২০১৭ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কর্তিমারী বাজার থেকে পুলিশ তাকে আটক করে বুধবার জেলহাজতে পাঠানো হয়।
জানা যায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে সুমন মিয়া নামের এক যুবক তার ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ওই সাংবাদিক তার মোবাইলে ছবিটি স্ক্রীন শর্ট দিয়ে শাহ কামাল নামের এক যুবলীগ নেতাকে দেখালে হইচই পড়ে যায়। পরে সুমন মিয়াকে আসামী করে রৌমারী থানায় একটি অভিযোগ করেন শাহ কামাল। এ ঘটনার প্রায় দেড়মাস অতিবাহিত হলেও পুলিশ ওই সুমন মিয়াকে আটক করতে পারেনি।
এদিকে আব্দুর রহমান নামের এক আওয়ামী লীগ নেতা বিষয়টি নিয়ে ভিন্নভাবে ‘মাতামাতি’ শুরু করেন। তিনি ওই সাংবাদিককেই আসামী করে নতুন করে অভিযোগ দিতে বাধ্য করেন শাহ কামালকে। এর প্রেক্ষিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ওই সাংবাদিককে আটক করে ৫৭ ধারায় মামলা রুজুর পর বুধবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়।
আনিছুর রহমান দৈনিক সংবাদের রৌমারী উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।