কুলাউড়া প্রতিনিধিঃ শিক্ষকের মূল্যায়ন, মর্যাদার উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশব্যাপী বিশ্ব শিক্ষক দিবস যথাযথযোগ্য মর্যাদায় পালন হয়েছে।
৫ অক্টোবর বুধবার সারাদেশের ন্যায় কুলাউড়ায়ও অন্যরকমভাবে বিশ্ব শিক্ষক দিবস পালন করেছে কুলাউড়ার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ইউনাইটেড রয়েল্স ক্লাব। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ইউনাইটেড রয়েল্স ক্লাব। দিনটি উপলক্ষে প্রথমে নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রাক্তণ প্রধান শিক্ষক মুহাম্মদ আমান উল্ল্যাহ, কুলাউড়া সরকারী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাফাত উদ্দিন আহমদ, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক করবী রঞ্জন চক্রবর্তী, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক হাজী মোঃ দুদু মিয়া, কুলাউড়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক মশিউর রহমান, প্রভাষক জাহিদুর রহমান, শাহিদা খানম, কামরুন নাহার ঝর্ণা, সেলিম আহমদ, রহিমা আক্তার শেফা, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, মাহুতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, এনসি স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আজাদুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আলতাফ হোসেন, মাহুতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনসুর আহমদ তালুকদার, মোঃ রুহুল আমীনসহ অন্যান্য শিক্ষকদের একটি করে গোলাপ ফুল দিয়ে শুভেচ্চা জানানো হয় এবং মিষ্টি মুখ করানো হয়। ইউনাইটেড রয়েল্স ক্লাবের সভাপতি মাহফুজ শাকিল এর নেতৃত্বে দিনব্যাপী এ কর্মসূচীতে অংশ নেন ক্লাবের বোর্ড সদস্য জাহেদ রহমান, কামরুল হাসান, সহ-সভাপতি মোশারফ সুমন, সাধারণ সম্পাদক এম আই মুর্শেদ, সহ-সাধারণ সম্পাদক এইচ ডি রুবেল, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ প্রমুখ।