বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে, কুয়েত সিটির রাজধানী হোটেলের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।১৭ ডিসেম্বর ২০১৭ রবিবার, কুয়েত বিএনপি মহান বিজয় দিবস উদযাপন করলো।
শুরুতেই জাতীয় সংগীত ও শেষে দলীয় সংগীত গেয়ে অনুষ্ঠান প্রাণবন্ত করে দিলো নব গঠিত জাসাস কুয়েত শাখা।
কুয়েত বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোয়েব আহাম্মেদ এর সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক আবুল হাসেম এনাম ও আক্তারুজ্জামান আক্তারের যৌথ সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন, কুয়েত বিএনপি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম, কুয়েত বিএনপি’র সহ-সভাপতি আল আমিন চৌধুরী স্বপন, মাঈন উদ্দিন মাঈন, নাছের মুর্তজা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মাইমুন, প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আনম তোহা মিলন, শাহাজাহান সবুজ, অর্থ সম্পাদক সফি উল্লাহ লিটন, কুয়েত বিএনপি’র অন্যতম সদস্য প্রকৌশলী আবু সাইদ, কুয়েত বিএনপি’র মহানগর শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, শ্রমিক দলের সভাপতি মোমিন উল্লাহ পাটোয়ারী, সাধারণ সম্পাদক গোল্ডেন সেলিম, জাসাস কুয়েত শাখার সদস্য সচিব সফিক আহাম্মেদ, কুয়েত বিএনপি’র মহানগরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, মোবারক আল কাবির শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম সবুজ,সাধারণ সম্পাদক কোরবান আলী, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম,আহমদী প্রদেশের সাধারণ সম্পাদক জাফর ইকবাল পলাশ,যুগ্নসম্পাদক মোঃ সুমন আনছারি, মিজানুর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়াজি, ফরওয়ানিয়া প্রদেশের সহ সাংগঠনিক সম্পাদক নূরুল হুদা, কুয়েত বিএনপি’র মাহাবুল্লাহ আঞ্চলিক শাখার আহ্বায়ক হাসান কামাল, সদস্য সচিব মাহফুজ হাসান, সোলাইবিয়া আঞ্চলিক শাখার সহ সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ ।
এছাড়াও যুব দল কুয়েত, তারেক পরিষদ কুয়েত, জাতীয়তাবাদী সিলেট ফোরাম, নবাব গঞ্জ ফোরাম, ফেনী ফোরামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
উক্ত আলোচনা সভার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বক্তারা বলেন, ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন পূর্ব বাংলার সর্ব স্তরের জন সাধারণের সম্মিলিত প্রচেষ্টায় পাক বাহিনীকে পরাজিত করে আমরা বিজয় অর্জন করেছি কিন্তু দুঃখের বিষয় বর্তমানে সেই বিজয়ের স্বাদ আমরা উপভোগ করতে পারছিনা, আজকে আমাদের দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার এবং নাগরিক অধিকার গুলো হারিয়ে যাচ্ছে ।
তাই আমাদেরকে ৭১ সালে যেভাবে শহীদ জিয়ার আহবানে সাড়া দিয়ে বিজয় অর্জন করেছি তেমনি ভাবে বর্তমানে গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আহবানে সকলে ঐক্য বদ্ধ ভাবে দূর্বার আন্দোলনের মধ্যে দিয়ে আরেকটি বিজয় অর্জন করতে হবে ।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করা হয় ।