আ হ জুবেদ: মঙ্গলবার (২ আগস্ট) কুয়েতের ৪০তম সরকারের মন্ত্রীরা আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ-এর সামনে শপথ গ্রহণ করেছেন।
স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস এর অনলাইন সংস্করণে এ খবরটি প্রকাশ করে।
ওই দৈনিকটির খবরে আরো উল্লেখ করা হয় যে, কুয়েতের প্রথম সরকার ১৯৬২ সালের জানুয়ারিতে প্রয়াত আমির শেখ আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহ-এর শাসনামলে গঠিত হয়েছিল।
এদিকে ক্রাউন প্রিন্স শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ শেখ আহমেদ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য একটি আমিরি আদেশে স্বাক্ষর করেছেন এবং তাকে দেশের ৪০ তম মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দিয়েছেন।