নিজস্ব প্রতিবেদকঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ন্যায় প্রায় আড়াই লক্ষ প্রবাসী বাংলাদেশীর কর্মস্থল কুয়েতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এবার কুয়েতের ২২টি মসজিদে বাংলাদেশী মাওলানারা ঈদের নামাজ পড়িয়েছেন।
শুক্রবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৫.৩০ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
এদিকে প্রতি বছরের মতো এবারো কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার বড় মসজিদ প্রাঙ্গণে প্রায় ৩৫ হাজার প্রবাসীরা পবিত্র ঈদুল ফিতেরের নামাজ আদায় করেছেন।
অন্যদিকে, কুয়েতের ২২ মসজিদে যথাক্রমে, সালেহ আল ফুদালা মসজিদ, ফাহাদ মসজিদ, ওমর বিন খাত্তাব মসজিদ, আব্দুল্লাহ বিন আমর,ওসমান বিন আফফান, শাবরা ত্বামি,সালেহ আল নামাশ সহ অন্যান্য মসজিদে বাংলা খুৎবা পাঠের মাধ্যমে ঈদের নামাজ পড়ান বাংলাদেশী মাওলানারা।
ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় আনন্দ ও উৎসবের দিন ঈদ। যদিও নানা কারণে ঈদুল ফিতরের আনন্দ খানিকটা বেশিই বলে মনে করেন তারা।
প্রবাসীরা ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন পাশাপাশি দেশ-জাতির কল্যাণ কামনা করে নামাজ শেষে দোয়া করেন।