কুয়েতের পাবলিক প্রসিকিউশন আল-মাঙ্গাফ বিল্ডিং অগ্নিকাণ্ডের ঘটনায় একজন কুয়েতি নাগরিক, তিনজন ভারতীয় নাগরিক এবং চার মিশরীয় নাগরিককে দুই সপ্তাহের জন্য আটক রাখার নির্দেশ দিয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে গণহত্যা ও অসাবধানতার অভিযোগ আনা হয়েছে।
কুয়েতের জেনারেল ফায়ার ফোর্স দেশটির
মাঙ্গাফের ওই ভবনে আগুন লাগার কারণ তদন্ত করে। এতে উল্লেখ করা হয় যে, ভবনের গার্ডের দায়িত্বে থাকা ব্যক্তির রুম থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়।