শীর্ষস্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। মিরপুরে রংপুরের দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে — রানে শেষ হয় কুমিল্লার ইনিংস।
রংপুরের জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লাকে শক্ত ভিত রচনা করে দেন ইমরুল কায়েস। দলীয় ৪৮ রানের মাথায় ২০ বলে ৩৮ রান করে ফিরে যান কায়েস। কিন্তু এরপর আর কেউই দাঁড়াতে পারেনি রংপুরের বোলারদের সামনে। তাই নির্ধারিত ওভারের খেলা শেষ হওয়ার ১ বল আগেই সবকটি উইকেট হারিয়ে ১৩২ রানে শেষ হয় মাশরাফিদের ইনিংস। ২১ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় এবারের আসরের অন্যতম সফল দলটির। ৬ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন আবু হায়দার। এছাড়া শোয়েব মালিকের ব্যাট থেকে আসে ১৫ রান। রংপুরের সাকলায়েন সজীব, মোহাম্মদ নবী ও থিসারা পেরেরা নেন দুটি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতে ফিরে যান রংপুরের ওপেনার সৌম্য সরকার। তবে এরপর লেন্ডল সিমন্স ও জহুরুল ইসলাম এগিয়ে নিতে থাকেন রংপুরের ইনিংস। দলীয় ৩৯ রানের মাথায় সিমন্সের বিদায়ের পর দলের আর কেউ বড় ইনিংস না খেলতে পারলেও এক প্রান্ত আগলে রেখে একাই লড়ে যান জহুরুল ইসলাম। তার অনবদ্য অর্ধশতকে শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে নিজেদের ইনিংস শেষ করে রংপুর রাইডার্স। ৭টি চার ও ২টি ছয়ের মারে ৫০ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন জহুরুল। এছাড়া ড্যারেন সামি ২৪ ও সাকিব করেন ২০ রান। কুমিল্লার সফলতম বোলার আবু হায়দার ২৮ রান খরচায় নেন ২ উইকেট।
২১ রানের জয়ে ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে কুমিল্লাকে হঠিয়ে টেবিলের শীর্ষস্থানে উঠে এলো রংপুর রাইডার্স। এক ম্যাচন কম খেলা কুমিল্লার পয়েন্ট ১২।