কিউবার সাবেক প্রেসিডেন্ট এবং বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা ফিদেল কাস্ত্রো মারা গেছেন।
তার বয়স হয়েছিল ৯০ বছর।
কিউবার রাষ্ট্রীয় টেলিভিশন খবরটি নিশ্চিত করেছে।
খবরে আর বিস্তারিত কিছু জানা যায়নি।
২০০৮ সালে ভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা হস্তান্তরের আগে প্রায় অর্ধশতক জুড়ে এক দলীয় কিউবা শাসন করেছিলেন ফিদেল কাস্ত্রো।
তার সমর্থকেরা মনে করেন তিনি জনগণের কাছে কিউবা ফিরিয়ে দিয়েছিলেন।
তবে বিরোধীদের চোখে, তিনি ছিলেন বিরুদ্ধ মতের প্রতি নিষ্ঠুর।
গত এপ্রিল মাসে কিউবার কমিউনিস্ট পার্টির সম্মেলনের শেষ দিনে বিরল এক ভাষণ দেন মি. কাস্ত্রো।
তিনি আধুনিক সময়কে স্বীকার করে নেন কিন্তু বলেন, কিউবার কমিউনিস্ট ধারণা এখনো কার্যকর।