আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবসহ কয়েকটি আরব দেশের নিষেধাজ্ঞার মধ্যেই কাতারে সেনা মোতায়েনের বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি সামরিক বিশেষজ্ঞ দল পাঠিয়েছে তুরস্ক।
তুরস্কের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার তিন সদস্যের ওই বিশেষজ্ঞ দল কাতারে গেছে এবং তারা সেনা মোতায়েনের বিষয়ে সমন্বয় করবে। তুর্কি সামরিক বাহিনী ওই বিবৃতিতে আরো বলেছে, ২০১৪ সালে সেনাঘাঁটি প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি হওয়ার পর ২০১৫ সাল থেকে তুর্কি সামরিক বিশেষজ্ঞরা কয়েকবার কাতার সফর করেছেন।
গত সপ্তাহে তুরস্কের জাতীয় সংসদ ও প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান একটি বিল পাস করেছেন যাতে কাতারে সেনা মোতায়েন ও কাতারি সেনাদের প্রশিক্ষণের কথা বলা হয়েছে।
গত ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। প্রথম দিকে তুরস্ক নিরপেক্ষ অবস্থান নিলেও পরবর্তীতে দেশটি সরাসরি কাতারের পক্ষ নিয়েছে। এরইমধ্যে তুর্কি সরকার কাতারে খাদ্যপণ্য পাঠাতে শুরু করেছে।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম / এমএসআই