জগলুল হুদা, নিজশ্ব প্রতিবেদক: “মনভরে উপভোগ করি, কর্ণফুলির রূপমাধুরী” শ্লোগানকে সামনে রেখে কর্ণফুলির সৌন্দর্য্যবর্ধন ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার দাবিতে এক মানববন্ধন শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে সম্পন্ন হয়েছে। জলাশয় ও জলাধার রক্ষা কমিটি, চট্টগ্রাম এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্টিত হয়। চট্টগ্রামের নেভাল (০২) অভয়মিত্র ঘাটের কর্ণফুলি নদী তীরে অনুষ্টিত এই মানববন্ধনে পরিবেশবিদ, সংগীত শিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক লোক অংশগ্রহণ করে। মানববন্ধনে অংশ নেওয়া মহিলা নেত্রী রানু আক্তার জানান, কর্ণফুলি যাতে চির যৌবন থাকে, ঢাকার বুড়িগঙ্গার মতো বুড়ি হয়ে না যায় সেদিক রক্ষার্থে এই মানববন্ধন। এক সময় মানুষ কর্ণফুলির নদী পাড়ে নিরাপদে ও স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারতো । কিন্তু এখন কর্ণফুলির সৌন্দর্য অবলোকন করতে গিয়ে নানা অব্যবস্থাপনার অভাবে চিনতায়-রাহাজানির মতো নানা ভোগান্তির সম্মুখিন হতে হয়। এখন সময় এসেছে এসব রুখে দাড়ানোর। মানববন্ধনে অংশ নেওয়া কর্ণফুলি নদীর এক যুবক বলেন, মা-বাবার থেকে কর্ণফুলির নানা সৌন্দর্যের গল্প শুনে তা ফিরে পাওয়ার দাবিতে এখানে এসেছি। চট্টগ্রামের অভয়মিত্র ঘাট এলাকার স্থানীয় ওযার্ড কাউন্সিলর তার কর্ণফুলির সৌন্দর্য রক্ষায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের নানামুখি উদ্যোগ তুলে ধরেন। তিনি তার বক্তব্যে অভয় মিত্র ঘাটে সড়ক বাতি স্থাপনের আশ্বাস প্রদান করেন। মানববন্ধন শেষে টিভি ও বেতার শিল্পীদের পরিবেশনায় জনসচেতনামুলক সংগীত পরিবেশিত হয়।