ডেস্ক নিউজ: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিন মাস পর উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমানকে বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির বিদায়ী উপাচার্য মোহীত উল আলম মেয়াদ শেষে গত ১২ আগস্ট বিদায় নেওয়ার পর কোষাধ্যক্ষ এ এম এম শামসুর রহমান উপাচার্যের চলতি দায়িত্ব পালন করছেন। তবে সদ্য সাবেক এবং বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা বিরাজ করছিল।
বিদায়ী উপাচার্য অধ্যাপক মোহীতের বিরুদ্ধে ময়মনসিংহের একটি আদালতে দুর্নীতির অভিযোগে মামলাও হয়েছে। এ ছাড়া উপাচার্যের চলতি দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ শামসুর রহমান নিয়োগে দুর্নীতি করছেন বলে শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা অভিযোগ করছেন। এ অবস্থায় শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রায় এক মাস ধরে ক্যাম্পাসে যেতে পারছেন না ভারপ্রাপ্ত উপাচার্য শামসুর রহমান।