জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি: ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম গুম-খুনকে সমর্থন করে না। মানুষ খুন করে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। নবীর আদর্শ মেনে চললে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ইসলামের ৫ স্তম্ব মেনে চললে দুনিয়াত-আখিরাত দু’জাহানেই মুক্তি মিলবে। কওমি মাদরাসাকে সনদ দিয়ে স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
শনিবার (২২ এপ্রিল) বিকালে চন্দ্রঘোনা দোভাষি বাজারে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলার উদ্যোগে মহানবী (সা:) এর পবিত্র সীরাত, আলোচনা সভা ও কওমি মাদরাসাকে স্বীকৃতি দেওয়ায় বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী একথা বলেন।
সরফভাটা মেহেরীয় মাদরাসার পরিচালক মাওলানা ইছহাকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী, রাঙ্গুনিয়া দারুল উলুম মাদরাসার মুহতামীম মাওলানা হাফেজ ছায়াদত হোসাইন, ফটিকছড়ি রাবার বাগান মাদরাসার পরিচালক মাওলানা ছিদ্দিক আহমদ, মাওলানা ক্বারী মোহাম্মদ ইদ্রিছ, মাওলানা মুহাম্মদ নুরুল আজিম, মাওলানা হাবিব উল্লাহ, মাওলানা মুহাম্মদ মুবিন, ক্বারী শওকত, মাওলানা ইসমাঈল, মাওলানা আনিচ মাদানী প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে গ্রীক মুর্তি সরাতে জোর দাবি জানান।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই