স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগে শেষ আট ম্যাচে তারা জয়ের দেখা পায়নি। এর মধ্যে বদল হয়েছে কোচ। দল আছে অবনমনের ঝুঁকিতে। সেই ওয়েস্টহাম ইউনাইটেড দেখাল দারুণ চমক। পয়েন্ট টেবিলের তলানির সারির দলটির মাঠে ১-০ গোলে হেরে গেছে গতবারের চ্যাম্পিয়ন চেলসি।
গত মাসে স্লাভেন বিলিচ বরখাস্ত হওয়ার পর ওয়েস্টহামের কোচের দায়িত্ব নেন ডেভিড ময়েস। তার অধীনে প্রথম চার ম্যাচে জয় পায়নি দল। হারে তিনটি, ড্র করে একটি। এই প্রথম ময়েসের অধীনে জয়ের স্বাদ পেল ওয়েস্টহাম।
গত মৌসুমে লিগের দুই ম্যাচেই চেলসির কাছে হেরেছিল ওয়েস্টহাম। তবে শনিবার ঘরের মাঠে ম্যাচ শুরুর ছয় মিনিটের মধ্যেই এগিয়ে যায় তারা। দারুণ এক গোল করে স্বাগতিকদের লিড এনে দেন মার্কো আর্নোটোভিক। ওয়েস্টহামের জার্সিতে এটাই অস্ট্রিয়ার এই ফরোয়ার্ডের প্রথম গোল।
সমতায় ফেরার বেশ কিছু সুযোগ পেয়েছিল চেলসি। কিন্তু অতিথিরা সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। কখনো সেস ফ্যাব্রিগাসের শট স্বাগতিক গোলরক্ষক রুখে দিয়েছেন, আবার কখনো বল পোস্টের বাইরে দিয়ে মেরেছেন এডেন হ্যাজার্ড।
এই হারে শিরোপা লড়াইয়ে আরো পিছিয়ে পড়ল চেলসি। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যান্তনিও কন্তের দল। এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে ও ৪৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে শীর্ষে। ১৯তম থেকে ১৮তম স্থানে উঠে আসা ওয়েস্টহামের পয়েন্ট ১৩।