এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ ঢাকার অদূরে সাভার এলাকায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রোটার্যাক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকার উদ্যোগে ওয়ার্কশপ অন “পাবলিক স্পিকিং এন্ড ডিবেট” সম্পন্ন হয়েছে।
শনিবার বিকাল ৩.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের ১৩৪ নং রুমে প্রোগ্রামের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে আগত অর্ধ শতাধিক শিক্ষার্থী প্রোগ্রামে অংশ নেয়।
প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষনা করে সভাপতিত্ব করেন, ক্লাবটির বর্তমান প্রেসিডেন্ট রোটার্যাক্ট মোঃ তৌহিদুল ইসলাম। প্রোগ্রামের চেয়ারম্যান হিসাবে ছিলেন, ক্লাবের জয়েন্ট সেক্রেটারি রোটার্যাক্ট রশিদ নাহিয়ান। প্রোগ্রামটির উপদেষ্টা হিসেবে ছিলেন ক্লাবের সাবেক প্রেসিডেন্টগণ।
প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডি আর আর রোটার্যাক্ট শাহ মুহাম্মদ তাকভীর। কি নোট স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন, ইয়াংগেস্ট প্রফেশনাল স্পিকার, বিশিষ্ট বিতার্কিক, আই বি এ জে ইউ ডিবেট ক্লাবের এক্স প্রেসিডেন্ট মাশাহেদ হাসান সীমান্ত।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডাইরেক্টর জেনারেল অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস এসোসিয়েশনের শায়খ সিরাজ মোঃ আকসার এবং আই বি এ জে ইউ ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট মুবতাসিন কবির রিতুন।
প্রোগ্রাম সম্পর্কে ডি আর আর শাহ মুহাম্মদ তাকভীর বলেন, এ ধরনের প্রোগ্রাম প্রত্যেকের ব্যক্তিগত জীবনে ও চাকরী জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যান্য ক্লাবগুলোকে এ ধরনের প্রফেশনাল প্রোজেক্ট নিয়ে এগিয়ে আসা উচিৎ।
ক্লাবের শুভাকাঙ্খী হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কবিরুল বাশার, গোলাম রাব্বানি, শামসুন্নাহার খানম মেরি, জেবউননেছাসহ অনেকেই এই প্রোগ্রামটির পেছনে অনুপ্রেরণা যুগিয়েছেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই