স্পোর্টস ডেস্ক : গত মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়েন মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজের আগে আচমকা গুঞ্জন শোনা যায়, মাশরাফি অধিনায়কত্ব ছাড়বেন।
দ্বিতীয় টি-টোয়েন্টির টসের সময় মাশরাফি নিজেই ঘোষণা দেন অধিনায়কত্ব ছাড়ার! শুধু অধিনায়কত্ব নয়, টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরই নিয়ে নেন মাশরাফি। পরবর্তীতে বিসিবির নির্বাহী পরিষদের ১৬তম সভায় সাকিবের হাতে তুলে দেওয়া হয় টি-টোয়েন্টির দায়িত্ব। সাকিবের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টি-টোয়েন্টি খেলে দুটিতেই হারে বাংলাদেশ।
নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর পরই আজ নির্বাহী পরিষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সভাতেই টেস্ট অধিনায়কত্বে বড় পরিবর্তন এনেছে বোর্ড। মুশফিকুর রহিমকে সরিয়ে সাকিবের কাঁধে তুলে দেওয়া হয়েছে টেস্ট অধিনায়কত্ব। শুধু অধিনায়কত্বে নয়, ডেপুটি পদেও আনা হয়েছে পরিবর্তন। তামিম ইকবালের জায়গায় এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
তিন ফরম্যাটের দুটিতেই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব এখন অধিনায়ক। বিসিবির আজকের পরিচালনা পরিষদের সভায় অনেক পরিচালক তিন ফরম্যাটে এক অধিনায়ক চেয়েছিলেন। অনেকেই আবার তিন ফরম্যাটে তিন অধিনায়ক রাখার পক্ষে ছিলেন। তবে এখনই ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সরানোর সুযোগ নেই। স্পষ্ট করেই জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
মিরপুর হোম অব ক্রিকেটে বোর্ড সভা শেষে নাজমুল হাসান বলেছেন, ‘এই মুহূর্তে তিন ফরম্যাটে এক অধিনায়ক করার সুযোগ নেই। কারণ মাশরাফি অলরেডি আমাদের ওয়ানডে অধিনায়ক। কাজেই ওখানে হাত দেওয়ার প্রশ্নই ওঠে না। এখন এটার কোনো দরকারই আমরা দেখছি না। আপাতত দুজন অধিনায়কই থাকছে। পরবর্তীতে হলে হতেও পারে।’