গত ১০ই মার্চ ২০১৭ইং রোজ শুক্রবার কুয়েত সময় সকাল ১০ টায় কুয়েত ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত KC T20 ডিসার্ট চ্যাম্পিয়ন লীগের ফাইনাল ম্যাচ ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশী ক্লাব “ফাহাহিল ফেন্ডস ক্রিকেট ক্লাব” (FFCC) বনাম পাকিস্তানি ক্লাব “স্টেলিওন্স ক্লাব (SC) এর মধ্যকার অনুষ্ঠিত ফাইনাল খেলায় ১৬ রানে জয় পেয়েছে পাকিস্তানের স্টেলিওন্স ক্লাব।
ফাইনাল খেলাটি কুয়েতের Tact Entertainment City Cricket Ground( doha cemint) এ অনুষ্ঠিত হয়েছিল।
টসে জিতে পাকিস্তানের স্টেলিওন্স ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১৮৮ রানে গুটিয়ে যায়।
পরে বাংলাদেশের “ফাহাহিল ফেন্ডস ক্রিকেট ক্লাব” (এফএফসিসি) ১৮৯ রানের টার্গেটে নেমে ওপেনিং জুটি শুরুটা বেশ ভালো করলেও এক পর্যায়ে এই ধারা অব্যাহত রাখতে পারেনি প্রবাসে বাংলাদেশী টাইগাররা।
২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে দলীয় রান ১৭৭ পর্যন্ত নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি দলটির।
ফলে মাত্র ১৬ রানে পাকিস্তানের স্টেলিওন্স ক্লাবের এর কাছে প্রবাসে বাংলাদেশী টাইগারদের অনাকাঙ্ক্ষিত একটি হার মানতে হয়েছে।
এদিকে খেলা শেষে ফাহাহিল ফেন্ডস ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক,বিশিষ্ট সংগঠক ক্রীড়া প্রেমী মোহাম্মদ আলী জিন্নাহ্ বলেন, সব খেলাতেই হার জিত আছে। গতকালও যে বিরাট জয়টি ছিল আমাদের, আজ সল্প ব্যবধানে সেই জয়টি অন্যদের হতেই পারে।
মাত্র ১৬রানের ব্যবধানে এফএফসিসি ক্লাবের পরাজয়ে আমাদেরকে যতোটা না আশাহত করেছে; তার চেয়ে শতগুণ বেশি কিছু ভূল শুধরে আগামীতে আরো ভালো খেলার উৎসাহ যুগিয়েছে।
উল্লেখ্য যে, গত ১৬ই ফেব্রুয়ারী ২০১৭ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়েত ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত টি-২০ প্রিমিয়াম লীগ চূড়ান্ত পর্বের খেলা কুয়েতস্থ দোহা সিটি টেক ইন্টারটেইনমেন্ট ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল।
সেদিন বাংলাদেশী ক্লাব ফাহাহিল ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব (FFCC) ভারতীয় ক্লাব ইউনাইটেড বয়েজ ক্রিকেট ক্লাবকে(UBCC) ৯ উইকেটে পরাজিত করে চ্যাপিয়ন ট্রপি অর্জন করতে সক্ষম হয়।