স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫.২ ওভার বল করেই পেশিতে চোট নিয়ে মাঠ ছাড়েন মরনে মরকেল। চোটের কারণে আজ পচেফস্ট্রুমে মাঠে নামা হয়নি তার।
ধারনা ছিল চোটের কারণে ৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না মরকেল। তবে আজ স্ক্যানিং শেষে জানা গেছে পেশির চোটের কারণে ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকা লাগতে পারে প্রোটিয়া এ পেসারের। এজন্য বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ছাড়াও সীমিত ওভারের সিরিজ থেকেও ছিটকে পড়েছেন তিনি।
মরকেলের ইনজুরিতে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডে ডাকা হয়েছে অভিষের অপেক্ষায় থাকা বোলার ডেন পিটারসেনকে। কাগিসো রাবাদা, দুয়ানে ওলিভিয়ের এবং আন্দিলে ফিকুয়াদের সঙ্গে ব্যাক আপ বোলার হিসেবে থাকতে পারেন তিনি। বাঁহাতি বোলার ওয়েন পার্নেল ও এই গ্রুপের আরও একজন সংরক্ষিত বোলার।
গত বুধবার ফিটনেস পরীক্ষায় পাস করেছেন পার্নেল। প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সময় চোট পেয়েছিলেন তিনি। তবে বর্তমানে সুস্থ আছেন। ডেন পিটারসেনের বিকল্প হতে পারেন পার্নেল।
পচেফস্ট্রুমে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সর্বনাশের শুরু হয়েছিল মরকেলের হাত ধরেই। ইনিংসের প্রথম ওভারেই তামিম ও মুমিনুলকে শূন্য রানে ফিরিয়েছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগেই ইনজুরির কারণে ছিটকে পড়েন ডেল স্টেইন ও ভারনন ফিল্যান্ডারের মতো পেসাররা। এবার তাদের সঙ্গে ইনজুরির তালিকায় যুক্ত হলেন মরকেলও।