মুক্তমত ডেস্ক: খেলা, রাজনীতি কিংবা ধর্ম- বাংলাদেশের প্রায় সবক্ষেত্রেই দুই ধরনের সমর্থক দেখা যায়। একদল “জানাভক্ত” এবং অারেকদল “কানাভক্ত”। এই কানাভক্তরা খুবই বিপজ্জনক। এদের থেকে নিরাপদ দুরত্বে থাকাই শ্রেয়।
প্লিজ ভাই, sense of humore টা কাজে লাগান, শালীনতার মধ্যে থেকে কথাবার্তা বলেন। বিতর্ক করেন, কুতর্ক না। একটা পাবলিক প্লাটফর্মে যা-তা বলে নিজেকে অসভ্য প্রমাণের চেয়ে চুপ থাকা ভাল।
ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানী এসব একমাসের জন্য, পরের চারটা বছর কিন্তু একসাথেই থাকবেন সবাই। কুতর্ক করে এই পথটা বন্ধ করার কী দরকার। খেলার শুরু এবং শেষে দুইদলই নিজেদের মধ্যে হ্যান্ডশেক করে, তাহলে আমরা সাপোর্টাররা কেন ঝগড়া করি! বিষয়টা ভাবুন। ভালো ফুটবলের সাথে থাকুন, জেনে বুঝে সাপোর্ট করুন।
জয় হোক ফুটবলের…
তৌহিদ রহমানের ফেসবুক ওয়াল থেকে
ফেসবুক লিঙ্ক: www.facebook.com/tawhid1983