আ,হ,জুবেদঃ মরণোত্তর দুই চোখ , heart , lungs , liver , kidneys , pancreas দান করে দিয়েছেন স্বনামধন্য ডাক্তার ফারহানা মোবিন ।
আর এইজন্য বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক প্রথম আলোর জাতীয় বন্ধু সমাবেশের বিশাল মঞ্চে ডাক্তার ফারহানা মোবিনকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
সেসময় বন্ধুদের উদ্দেশ্য মরণোত্তর দান বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন স্বনামধন্য এ ডাক্তার।
উল্লেখ্য, সারা দেশের ১৩১ বন্ধুসভার বন্ধুরা সবাই দাঁড়িয়ে স্বনামধন্য ডাক্তার, লেখক ও সমাজকর্মী ফারহানা মোবিনকে সম্মান জানান।
ফারহানা মোবিন এ জীবনে সাধ্যমতো অনেক দান, অনুদান ও অগণিত মানুষদের ভালবাসা দিয়েছেন, এবার মৃত্যুর পরবর্তী পরজনমটি হবে শুধুমাত্র আত্মার, কিন্তু দেহের একাধিকাংশ রয়ে যাবে এজগতের মানুষের স্বার্থে তথা কল্যাণে।
এক জীবনে অগণিত মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, পরিচয় হয়েছে,কাউকে ভুলে গিয়েছি, কাউকে মনে রেখেছি আবার অনেক বড় বড় সমাজসেবকদের কর্মকাণ্ডও দেখেছি,সাক্ষাৎ করেছি দেশের একাধিক বিশিষ্ট ব্যক্তিসহ বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও, কিন্তু বাংলাদেশের আরেকটি ফারহানা মোবিনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি।
অনেক সমাজকল্যাণ মূলক কাজ করার সৌভাগ্য হয়েছিল অনেক গুণে গুণান্বিত এই মানুষটির সঙ্গে।
যদিও বাংলাদেশে ফারহানা মোবিনদের খুঁজে বের করা বড়ই দুষ্কর।
তবুও প্রত্যাশা করবো, ফারহানা মোবিনরা যেনো বাংলার ঘরে ঘরে জন্মগ্রহণ করে, তবেই যেমন একদিকে বাংলাদেশের দরিদ্র মানুষ গুলো পাবে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঠিক তেমনই অন্যদিকে বাংলার সংস্কৃতিও ঠিকে থাকবে বাঙ্গালীর কাছে অগণিত বছর।
প্রাণভরে দোয়া করি, একজন ফারহানা মোবিনের এক’শ টি হাত হোক। তবেই দেশের মানুষ সীমাহীন উপকৃত হবে।