আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ঘিরে দেশটির ওপর যেকোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র – এমনটিই আশঙ্কা বিরাজ করছে আন্তর্জাতিক অঙ্গনে। এ প্রেক্ষিতে সীমান্তে অন্তত দেড় লাখ সেনা মোতায়েন করেছে চীন। এবার তারই পথ ধরে উত্তর কোরিয়া সীমান্তের দিকে প্রচুর অস্ত্র ও সেনা পাঠাচ্ছে রাশিয়া।
বৃহস্পতিবার এমনই খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভয় পাচ্ছেন যে হামলা হলে উত্তর কোরিয়া থেকে প্রচুর শরণার্থী ঢুকবে রাশিয়ায়। আর সেই ভয়েই আগেভাগে প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
এদিন সকালে একটি ফুটেজ প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ১১ মাইল দীর্ঘ সীমান্তের দিকে প্রচুর অস্ত্র ও সেনা পাঠাচ্ছে রাশিয়া। দেখা যায়, তিনটি ট্রেনের মধ্যে একটি ট্রেন বোঝাই অস্ত্রে। এছাড়া মিলিটারি হেলিকপ্টারও রওনা হয়েছে সীমান্তের দিকে।
সেনাবাহিনী মোতায়েনের কারণ স্পষ্ট করেনি রাশিয়া। তবে কোরিয়া পরিস্থিতির জন্যই এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশটি একের পর এক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তাদের এ পরীক্ষাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় পিয়ংইয়ংয়ের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র- এমনটিই আশঙ্কা করা হচ্ছে।
তবে পাল্টা হুঁশিয়ার করে উত্তর কোরিয়া বলেছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত। তাদের ওপর হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেবে পিয়ংইয়ং। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে শনিবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের জন্মদিনে নিজেদের সামরিক শক্তির প্রদর্শন করে পিয়ংইয়ং। বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র নিয়ে বিশাল কুচকাওয়াজের আয়োজন করে কিম জং-উনের সেনাবাহিনী।
সূত্র : ডেইলি মেইল
অগ্রদৃষ্টি.কম // এমএসআই