অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব প্রদান নিশ্চিত করতে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার নির্বাচিত নারী সদস্যদের সাথে গ্রামীণ অবকাঠামোসহ এলাকার উন্নয়ন ও উন্নয়নে প্রতিবন্ধকতা বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবামন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি।
গতকাল রবিবার সকালে এমপি হাসানাতের আগৈলঝাড়ার সেরাল গ্রামের বাড়িতে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলার ৫ ইউনিয়নের ১৫ জন, গৌরনদী উপজেলার ৭ ইউনিয়নের ২১ জন ও পৌরসভার ৩ জনসহ মোট ৩৯ জন নির্বাচিত নারী সদস্য। এসময় নারী সদস্যরা উন্নয়নসহ বিভিন্ন কর্মকান্ডে তাদের বঞ্চনা ও প্রতিবন্ধকতার কথা এমপিকে অবহিত করেন। এমপি হাসানাত এলাকার উন্নয়ন কর্মকান্ডে তাদের সরাসরি সম্পৃক্তকরণসহ প্রত্যেক নারী সদস্যকে স্ব-স্ব এলাকার উন্নয়নে সিপিসি হিসেবে একটি করে প্রকল্পের অনুদান প্রদানে আশ্বস্ত করেন। পরে সকল নারী সদস্যদের সম্মানে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। মতবিনিময় সভা শেষে গৌরনদী ও আগৈলঝাড়ার বিএনপির একাধিক নারী নেত্রী এমপি আবুল হাসানাত আবদুল্লাহর হাত ধরে আওয়ামীলীগে যোগদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যানগণসহ উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, গৌরনদী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক আ. রইচ সেরনিয়াবাত, আওয়ামীলীগ নেতা এ্যাড. রনজিত সমদ্দার, আ. সাত্তার মোল্লা, আবু সালেহ লিটন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।