জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি: মসজিদে নববী ও হেরেম শরীফের ইমাম বাংলাদেশে এসে প্রমাণ করেছেন আওয়ামীলীগ সরকারের হাতেই ইসলাম নিরাপদ। জননেত্রী শেখ হাসিনার সরকারের আমন্ত্রণে বিশ্বের শীর্ষ এই দুই ধর্মীয় নেতার আগমণে বাংলাদেশের মুসলমানরা ধন্য হয়েছেন। তারা বলেছেন ইসলামে উগ্রবাদের স্থান নেই। ইসলাম ধর্ম প্রতিষ্ঠার নামে হত্যা ও আত্মহত্যা ইসলাম সমর্থন করেনা।
বাংলাদেশের ইতিহাসে আওয়ামীলীগ সরকার যতবারই ক্ষমতায় এসেছে তারাই ইসলাম ও দ্বীনি শিক্ষার প্রসারে ভুমিকা রেখেছেন। ইসলামের খেদমতে আওয়ামীলীগের সরকার যা করেছেন শত বছরেও অন্য কোন সরকার তার কিছুই করেননি। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।
বর্তমান সরকার সারা দেশের জেলা ও উপজেলায় ছয়’শ নতুন মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। রাঙ্গুনিয়ায় নতুন ১৫টি নতুন মসজিদ ভবন নির্মাণ করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে আরো পাঁচটি নতুন মসজিদ নির্মাণ করা হবে। শুধু ভোট আসলে ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়না। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে নিজেদের ভেতরও আত্মশুদ্ধি করতে হবে।
আওয়ামীলীগের প্রচার ও সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি গতকাল শনিবার (৮ এপ্রিল) উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। চট্টগ্রাম উত্তর বন বিভাগের অধীনে সামাজিক বনায়নের দলিল হস্তান্তর উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ এই জনসভার আয়োজন করেন।
উপজেলা আ.লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, ধর্ম সম্পাদক মেয়র শাহজাহান সিকদার, কৃষি সম্পাদক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, স্বাস্থ্য সম্পাদক চেয়ারম্যান ইদ্রিছ আজগর, সদস্য চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, ইউপি চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার, মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, পারুয়া আ.লীগের সভাপতি ইফতেখার হোসেন প্রমূখ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই