আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান বিরোধী বক্তব্যকে ‘সস্তা ও বস্তপচা’ বলে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইরানের ব্যাপারে মন্তব্য করার অবস্থায় নেই বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী।
কাসেমি তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, “কয়েক হাজার বছরের সভ্যতার অধিকারী ইরানের ব্যাপারে মন্তব্য করতে হলে যে যোগ্যতা দরকার তার ছিটেফোঁটাও আপনার নেই।”
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আলে খালিফা বৃহস্পতিবার কয়েকটি টুইট বার্তায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনেন। একটি বার্তায় তিনি বলেন, “ইরান টিকে থাকবে চিরকাল কিন্তু ইসলামি প্রজাতন্ত্র বেশিদিন স্থায়ী হবে না।”
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অতি প্রাচীন দেশ ইরানের জনগণ উচ্চশিক্ষিত এবং তাদের রয়েছে অনন্য ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, গণতন্ত্র এবং এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্বাধীন দেশ।
বাহরাম কাসেমি বলেন, “বাহরাইনের ব্যর্থ শাসকদের পাশাপাশি অন্যান্য প্রতিক্রিয়াশীল সরকারের জন্য ইরান একটি দুঃস্বপ্ন। পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতা নিয়ে নিজের দেশের জনগণের বিরুদ্ধে দমন অভিযান চালানো ছাড়া এসব শাসকের আর কোনো যোগ্যতা নেই।”
বাহরাইন সরকার ২০১১ সালের ফেব্রুয়ারি মাস থেকে দেশটির গণতন্ত্রপন্থি আন্দোলন কঠোর হাতে দমন করছে। (পার্সটুডে)