বিজ্ঞান-প্রযুক্তি : ইন্টেলের ৮ম প্রজন্মের কোর প্রসেসর সমর্থিত গিগাবাইট মাদারবোর্ড উন্মোচন করলো দেশীয় প্রযুক্তি পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরে বিআইজেএফ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মাদারবোর্ডটি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে মাদারবোর্ড সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানান গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান।
তিনি বিলেন, ‘এই নতুন মাদারবোর্ডগুলোর ইএসএস সাবরা ড্যাক, স্মার্ট ফ্যান ফাইভ এবং আরজিবি ফিউশনের মত মৌলিক বৈশিষ্ট্যগুলো গেমারদের জন্য তৈরি করা হয়েছে।’
স্মার্ট টেকনোলজিস এর পরিচালক জাফর আহমেদ বলেন, ‘ইন্টেল জেড ৩৭০ চিপসেটের উপর ভিত্তি করে নতুন গিগাবাইট জেড ৩৭০ অরাস মাদারবোর্ড তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এই সুপারচার্জ মাদারবোর্ডটি একটি সার্ভার গ্রেড ডিজিটাল পাওয়ার ডিজাইন দিয়ে সজ্জিত করা হয়েছে। যা ইন্টেলের ৮ম প্রজন্মের কোর প্রসেসরগুলো পুরোপুরি সমর্থন করে। পারফরমেন্স নির্ভর গিগাবাইট জেড ৩৭০ মাদারবোর্ডগুলো ৪১৩৩ মেগাহার্টজ মেমোরি মডিউল এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর ভাইস প্রেসিডেন্ট নাজনীন নাহার, সাধারণ সম্পাদক সাব্বিন হাসানসহ প্রমুখ।