এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নরসিংদীতে ইউরো স্টার হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাষ্ট্রিজ লিঃ এর নরসিংদী জোনের বিক্রয় প্রতিনিধি (এস আর) মোজাম্মেল হোসেন (৩২) প্রায় ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার এক চাঞ্চল্যকর সংবাদ পাওয়া গেছে।
১৫ জানয়ারী রোববার ইউরো স্টার হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাষ্ট্রিজ লিঃ এর পণ্য-সমাগ্রী বিক্রয়কালে রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজারের ৩ এল.পি. গ্যাস ব্যবসায়ীক প্রতিষ্ঠাণে এলপি গ্যাসের রেগুলেটর ও ইউরো স্টার ১০২ নং চুলা বিক্রয় বাবদ ৪ লাখ ৭৪ হাজার ৩৭০ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়।
মোজাম্মেল হোসেন চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার বিশারা গ্রামের মোঃ শফিউল্লাহর পুত্র। মোজাম্মেল দীর্ঘদিন যাবৎ ইউরো স্টার হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাষ্ট্রিজ লিঃ এর নরসিংদী জোনের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করে আসছিল।
ঘটনার বিবরণে জানা যায়, জেলার রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজারের ৩ এল.পি. গ্যাস ব্যবসায়ীক প্রতিষ্ঠাণ থেকে এস.আর মোজাম্মেল হোসেন প্রায় ৫ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। এ ব্যাপারে ইউরো স্টার হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাষ্ট্রিজ লিঃ এর নরসিংদী জোনের বিক্রয় প্রতিনিধি (এস আর) মোজাম্মেল হোসেন বিরুদ্ধে রায়পুরা থানা পুলিশে একটি মামলা দায়ের করা হয়েছে।
ভূক্তভোগী ব্যবসায়ীক প্রতিষ্ঠানসমূহ হচ্ছে- হাসনাবাদ বাজারের ইউরো স্টার হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাষ্ট্রিজ লিঃ এর পরিবেশক মেসার্স মুক্তিযোদ্ধা ট্রেডার্স থেকে ৬৮ হাজার ৮৮০ টাকা ,আর.এফ.এল. ও যমুনা এলপি গ্যাসের পরিবেশক মেসার্স তারেক ট্রেডার্স থেকে ৩ লাখ ৫২ হাজার ৬০০ টাকা এবং গোল্ডেন স্টার-বসুন্ধরা এলপি গ্যাসের পরিবশক মেসার্স ঝুমা ইলেকট্রনিক্স থেকে ৫২ হাজার ৮৯০ টাকা।
এ ঘটনায় রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম সরকার সত্যতা নিশ্চিত করে বলেন, সে পালিয়ে বাচঁতে পারবে না, তাকে গ্রেফতারে আমরা আইনানুগ জোড় চেষ্টা চালিয়ে আসছি।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই