অগ্রদৃষ্টি ডেস্ক- আজ (১ সেপ্টেম্বর) সৌদি আরব,কুয়েত, আরব আমিরাত, ওমান,কাতার, বাহরাইন, ইরাক, মিশর, আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদ উল আযহা। পশু কোরবানি দেওয়ার মধ্যদিয়ে মুসলমানদের বড় দুটি উৎসবের একটি আজ পালিত হচ্ছে।সকালে ঈদুল আযহার নামাজ আদায় করে তারপর পশু কোরবানির মাধ্যমে ঈদের মূল পর্ব শুরু হয়েছে।
অগ্রদৃষ্টির বিভিন্ন দেশের প্রতিনিধিরা জানান, আজ পবিত্র ঈদ উদযাপনরত দেশগুলোতে প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে একাধিক স্তরের ব্যাপক নিরাপত্তা। বিশেষ করে ইংল্যান্ডে সম্প্রতি ঘন ঘন এসিড ও সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে লন্ডনহ সমস্থ ইংল্যান্ডে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে, ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে সকালে মসজিদ ও ঈদগাহে নামাজ আদায় করে ঘরে ফিরে ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি করে, এরপর গরীব-দুখি ও আত্মীয়-স্বজনদের কোরবানির মাংস বিতরণ শুরু করবে। আর এভাবেই আজ সারা দিন চলতে থাকবে ঈদের আমেজ। তবে ধর্মীয় রীতি অনুযায়ী কোরবানির ঈদ তিন দিন পালন করা যায়। অর্থাৎ আজ, কাল ও পরশু দুপুর পর্যন্ত কোরবানি করা যায়। যদিও সবাই ঈদের প্রথম দিনই কোরবানি করেন। কারণ প্রথম দিনের আনন্দ অন্য দিন হয় না।
উল্লেখ্য, হযরত ইসমাইল (আঃ) নিজ পুত্রকে আল্লাহর নির্দেশে কোরবানি করতে গিয়ে যে নজির সৃষ্টি করেছিলেন, এর পরবর্তীতে মহান রাব্বুল আলামিন পশু কোরবানির রেওয়াজ সৃষ্টি করেন। যার জন্য বিশ্বের কোটি কোটি মুসলমান ঈদ-উল-আযহার এই দিনে পশু কোরবানি করেন। গরু-খাসি, উট, দুম্বা মূলত এসব পশু কোরবানি দেওয়া হয়। তবে আমাদের দেশে যেহেতু উট ও দুম্বা পাওয়া প্রায় দুষ্কর তাই গরু ও খাসি কোরবানি করা হয়ে থাকে।