আলাউদ্দিন কবির:
পিছিয়ে পড়া মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে কুলাউড়া ইউনাইটেড রয়েল্স ক্লাব আয়োজিত ১ম মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উপজেলার ১১টি মাদ্রাসার ৪র্থ ও ৭ম শ্রেণীর ১৫৯ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জন বৃত্তি পেয়েছে। তন্মধ্যে ট্যালেন্টপুল ১৩ ও ৩৭জন সাধারণ বৃত্তি পায়। বৃত্তিপ্রাপ্তদের সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ দেয়া হয়।
১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলা জনমিলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মো. আলাউদ্দিন কবিরের সভাপতিত্বে ও ক্লাবের বোর্ড সদস্য শহীদুল ইসলাম তনয় এবং সিনিয়র সহ-সভাপতি মাহফুজ শাকিলের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ইউনাইটেড রয়েল্স ক্লাবের এ আয়োজন প্রশংসনীয়। পিছিয়ে পড়া মাদ্রাসা শিক্ষার মানন্নোয়নে এ ধরণের মহতি উদ্যোগ সহায়ক হিসাবে কাজ করবে। তিনি ক্লাবের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন ও সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম ও কাজী মাও. ফজলুল হক খান সাহেদ, পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, উপজেলা শিক্ষা অফিসার মো. শরীফ উল ইসলাম, কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান, ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড চেয়ারম্যান ও প্রবাসী ব্যবসায়ী মো. আজাদ আহমদ, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, চৌধুরীবাজার জি.এস. কুতুবশাহ আলীম মাদ্রাসার সুপার,মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মাও. আইয়ুব আনছারী, বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার সুপার মাও. আহসান উদ্দিন, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ উদ্দিন আহমদ, সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি প্রভাষক মানজুরুল হক, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জীবন রহমান।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাও. এবাদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রচার সম্পাদক এইচ ডি রুবেল। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাংস্কৃতিক সম্পাদিকা কুসুম আক্তার কলি।
অনুষ্ঠানের ২য় পর্বে ক্লাবের নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন বোর্ড চেয়ারম্যান মো. আজাদ আহমদ।
এসময় প্রতিক্রিয়া ব্যক্ত করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোশারফ সুমন ও সাংগঠনিক সম্পাদক এম আই মুর্শেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল ইসলাম, হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আব্দুল মোন্তাকিম চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মুহিব আলী, দিনকাল প্রতিনিধি মো. মোক্তাদির হোসেন, সংবাদ প্রতিদিন প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, উপজেলা আল- ইসলাহর সহ-সাধারণ সম্পাদক কাজী মাও. জাকির হোসেন, কুলাউড়া দারুচ্ছুন্নাহ ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মাও. অজিউর রহমান আসাদ।
এছাড়াও বক্তব্য দেন ক্লাবের বোর্ড সদস্য এম এ জলিল, এম এ আলীম।
ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড সদস্য জাহেদ রহমান, আবুল কাশেম রিপন, শওকত জামান খান জিয়া, নুরুল ইসলাম ইমন, হেলাল আহমদ, এ কে এম জাবের, নবগঠিত কমিটির সহ-সভাপতি প্রভাষক মো. নজরুল ইসলাম, প্রভাষক মো. খালেদ আহমদ, যুগ্ম সম্পাদক মিঠুন চক্রবর্তী, খন্দকার আব্দুল আলীম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ইমরানুল ইসলাম রানা, দপ্তর সম্পাদক প্রভাষক মো. আক্তার হোসেন, সাহিত্য সম্পাদক জিয়াউর রহমান ফরিদ, সমাজসেবা সম্পাদক কামরান আহমদ, সিনিয়র সদস্য আব্দুল ওয়াহিদ শিমুল, ওয়াহিদ আহমদ, আব্দুল কাইয়ুম শাকিল, এস আই সাজন প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি