আশুলিয়া থেকে জাকির সিকদার: সাভার উপজেলার আশুলিয়ায় নিজ সন্তানকে হত্যা চেষ্টার অভিযোগে বাবা ও সৎ মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকালে আউকপাড়া আদর্শ গ্রাম থেকে তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ। তারা হলেন বাবা সেলিম মিয়া ও সৎ মা রোকসানা।
পুলিশ জানায়, গত ২৪ জুলাই তিন বছরের শিশু আকাশকে শ্বাসরোধ করে ওয়্যারড্রপের ভিতর রেখে হত্যার চেষ্টা করে বাবা সেলিম ও সৎ মা রোকসানা। তাদের ঘরের ভিতর থেকে গোঙ্গানীর শব্দ পায় প্রতিবেশীরা। পরে স্থানীয়রা ওই ঘরে গিয়ে ওয়্যার ড্রয়ারের তালা ভেঙ্গে ড্রয়ার খুলে বস্তাবন্দি থাকা শিশু আকাশকে উদ্ধার করে। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। এ ঘটনায় শিশু আকাশের আপন মা রুপা ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগে স্বামী সেলিম ও সৎ মা রোকসানার নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। পরে গতকাল সকালে আশুলিয়ার আউকপাড়ার আদর্শ গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ। শিশুকে হত্যা চেষ্টার কথা স্বাকীর করেছে বাবা ও সৎ মা।
বিষয়টি নিশিচত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান আপন সন্তানকে হত্যার চেষ্টার অভিযোগে বাবা এবং তার দ্বিতীয় স্ত্রীকের আটক করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।