জাকির সিকদার,আশুলিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে পেশাগত দ্বায়িত্ব পালনকালে ইয়াবা ব্যাবসায়ীদের বর্বরোচিত হামলায় ৫ সাংবাদিক ও সাভারে সরকারী জমিতে গাছ কাটার ছবি তুলতে গিয়ে এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে সাংবাদিকরা। রোববার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
এসময় আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে সাভার-আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত বিভিন্ন টেলিভিশন, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে টেকনাফ ও সাভারসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়।
সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা হচ্ছে একটি সমাজের দর্পণ। তাঁরা এ দেশের মানুষের সুখ দুঃখসহ গ্রাম গঞ্জের আনাচে কানাচে ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহ এবং সন্ত্রাসী কর্মকান্ড তাদের কলমের কালির মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় তুলে ধরছেন। এই পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে তাদেরকে নানা লঞ্চনার স্বীকার হতে হচ্ছে।
ইতিমধ্যে অনেক সাংবাদিক সন্ত্রাসী হামলায় প্রান বিসর্জণ দিলেও এখন পর্যন্ত এর কোন সুষ্ঠ বিচার হয়নি।
অবিলম্বে সাভার ও টেকনাফে সাংবাদিকদের উপর হামলাকারীদের প্রতি তীব্র নিন্দা জানিয়ে অতিদ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান সাংবাদিক নেতারা।
এসময় সাড়াদেশে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি প্রদানে প্রধান মন্ত্রীর হস্তাক্ষেপ কামনা করেন।
অন্যথায় প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদেরকে নিয়ে কমিটি গঠন করে হামলাকারীদের বিপক্ষে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধের হুশিয়ারী উচ্চারন করেন