নিজস্ব প্রতিবেধকঃ- নির্বাচনী আচরণবিধি মেনে চলতে আওয়ামী লীগ, বিএনপিসহ ২০টি রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।চিঠিতে আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় দলীয় প্রধানের পথসভা যেন জনসভার পরিণত না হয় ও জনসাধারণের চলাচলে যেন বিঘ্ন না ঘটে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব জেসমিন তুলী স্বাক্ষরিত এক চিঠি বুধবার বিকেলে রাজনৈতিক দলগুলোর মহাসচিব বা সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে। চিঠির সঙ্গে নির্বাচনী আচরণবিধির ৫টি কপিও যুক্ত আছে।
সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের নির্বাচনী প্রচারণায় যাওয়ায় বিধি-নিষেধ আরোপ করা হয়েছে বলে জানানো হয়েছে চিঠিতে। সেই সাথে দলীয় প্রধানদের প্রচারে বাধা না থাকলেও জনসভায় বাধা আছে।
দলগুলোর প্রচার-প্রচারণার সময় দলীয় প্রধান বা নেতাদের কোনো পথসভা যেন জনসভায় রূপ না নেয় এবং জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এমন কোনো স্থানে যেন পথসভা করা না হয় সে বিষয়টি চিঠিতে উল্লেখ হয়েছে।
সচিব মো. সিরাজুল ইসলাম দুপুরে জানান, বুধবার থেকে প্রচারণা শুরু হয়েছে এক্ষেত্রে শুধু পথসভা ও ঘরোয়া সভার অনুমতি রয়েছে। তবে প্রতীক নিয়ে ১৪ ডিসেম্বর থেকে দলীয়, স্বতন্ত্র ও কাউন্সিলর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা করতে পারবে বলে জানানো হয়েছে।