স্টাফ রিপোর্টার্স।। জীবদ্দশায় মহান মুক্তিযোদ্ধা ও সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী সংবাদমাধ্যমের ছোঁড়া সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন বারবার। আর মৃত্যুর পর সে একই সংবাদমাধ্যম ভাসছে আবেগের জলে। সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মেয়ে সৈয়দ সানজিদা শারমিন তার বাবার মৃত্যুর পর ফেসবুকে বিভিন্ন সংবাদমাধ্যমের সে ইতিহাসকে ইঙ্গিত করে দুঃখ করে লিখেছেন- আর কোনো জার্নালিস্ট মহসিন আলীর বকা খাবেন না। উনি আর কোনো জার্নালিস্টের নিউজ সোর্স হবেন না। চ্যানেল আই অনলাইনে প্রকাশিত ‘সাংবাদিক বন্ধুর চোখে মহসীন আলী’ শিরোনামের সাংবাদিক ফরিদ হোসেনের এক সাক্ষাতকারভিত্তিক পোস্ট শেয়ার করে আরও লিখেন- একজন জার্নালিস্ট হয়ে বলছি, আপনারা সৈয়দ মহসিন আলীকে বুঝলেন না। উনিও আপনাদের বুঝিয়ে যেতে পারলেন না। ‘এ রকম একজন দুর্নীতিমুক্ত, সৎ ও সাহসী এবং বহুমাত্রিক গুণাবলীর মানুষের কন্যা হওয়ার জন্য গর্ববোধ করি। আল্লাহ তুমি আমার বাবাকে ভালো রেখো জান্নাত দান করো । সোমবার (১৪ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মহসিন আলী। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। চ্যানেল আই অনলাইনের সঙ্গে সাক্ষাতকারে সাংবাদিক ফরিদ হোসেন বলেছিলেন, ব্যক্তি মহসিন আলীকে অনেকেই চিনতে পারেননি। তিনি সাংবাদিক বন্ধুদের এতোই ভালোবাসতেন যে নিজের মেয়েকেও সাংবাদিকতায় পড়িয়েছেন। নিউমোনিয়া, কিডনিতে সমস্যা এবং ডায়াবেটিস রোগে মারাত্নক অসুস্থ সমাজকল্যাণ মন্ত্রীকে গত ৫ আগস্ট উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। ৪ আগস্ট রাতে হবিগঞ্জের মাধবকুন্ডে এক আলোচনা সভাতেই অসুস্থবোধ করেন মহসিন আলী। এরপরই মন্ত্রীকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) তার নিজের এলাকা মৌলভীবাজারে হযরত শাহ মস্তফা (র:) মাজার কবর স্থানে মন্ত্রীর বাবা-মায়ের পাশেই সমাহিত করা হবে।