স্পোর্টস ডেস্ক: ৭-০ গোলের বিশাল ব্যবধানে বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
নিরপেক্ষ ভেন্যু টেক্সাসের কম্পাস স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি। জোড়া গোল করেছেন লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো ও এজেকিয়েল লাভেজ্জি।
খেলা শুরুর ৬ মিনিটের মধ্যে গোলের সূচনা করেছেন লাভেজ্জি। তবে দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৩৩তম মিনিট পর্যন্ত (১-০)। ম্যানচেস্টার সিটিতে খেলা সার্জিও আগুয়েরো এ সময় ব্যবধান দ্বিগুণ করেছেন (২-০)। খেলার ৪১ মিনিটে লাভেজ্জি ব্যক্তিগত দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোল করেছেন (৩-০)। প্রথমার্ধটা ৩-০ ব্যবধানেই এগিয়ে ছিল আর্জেন্টিনা।
মেসির জাদুটা রয়ে গিয়েছিল দ্বিতীয়ার্ধের জন্য। অবশ্য দ্বিতীয়ার্ধে প্রথম গোলের দেখা পেয়েছেন আগুয়েরোই। ৫৯ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেছেন তিনি (৪-০)। মেসি ব্যক্তিগত প্রথম গোল করছেন ৬৭ মিনিটে (৫-০)।৮ মিনিটের ব্যবধানে আরেক গোল করেছেন তিনি (৬-০)।
মেসি, লাভেজ্জি বা আগুয়েরো যে কেউ পরে এক গোল করলেই হ্যাটট্রিকের দেখা পেতেন। পরেও গোল হয়েছে। তবে সেই গোল করেছেন আর্জেন্টিনা দলের অপর স্ট্রাইকার অ্যাঞ্জেল কোরিয়া (৭-০)।