বুধবার রাতে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তাদের মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়। ফলে বুধবার থেকেই তাদের ফাঁসির দিন গণনা শুরু হয়েছে।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আহমেদ চৌধুরী জানান, বুধবার রাতে মুফতি হান্নানের মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। তিনি মার্সি পিটিশন করবেন বলে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু তিনি আমাদের এখনও কিছু জানাননি। আইন অনুযায়ী তিনি মোট সাতদিন সময় পাবেন।
সে হিসেবে আরও ছয়দিন সময় পাবেন মুফতি হান্নান।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান জানিয়েছেন, বুধবার রাতেই মুফতি হান্নানকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। তখন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু এখনও লিখিত আবেদন করেননি।
উল্লেখ্য, আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলার রায়ে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর নিম্ন আদালত মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড দেন। এরপর তারা উচ্চ আদালতে আবেদন করেন। মামলার সকল আনুষ্ঠানিকতা শেষে গত মঙ্গলবার তাদের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় প্রকাশিত হয়।