সিলেট বিভাগ প্রবাসী সমিতির উদ্যোগে গত ৬ জানুয়ারী ২০১৭ আবুধাবির একটি স্থানীয় হোটেলে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আহবায়ক মোঃ বেলাল উদ্দীনের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক সারওয়ার চৌধুরী সংগঠনের গঠনতন্ত্র পেশ করেন।
সভায় গঠনতন্ত্রের উপর আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জাহাঙ্গীর খান, মোঃ জসিম উদ্দিন, স্বপন আহমেদ, সুহেল আহমেদ, এস কে আলাউদ্দীন, ফয়ছল আহমেদ, ফয়সল চৌধুরী, সাজিদুর রহমান সাচ্চু, মোয়াজ্জেম হোসেন প্রমুখ। পরে সভায় উপস্থিত সকলে আলোচনায় অংশ নেন। সংগঠনের সচিব মির্জা ইমাম ও সংবিধান প্রণেতা সারওয়ার চৌধুরী গঠনতন্ত্রের বিভিন্ন ধারা উপধারার উপর উত্থাপিত প্রশ্নের উত্তর দেন। পরে সকলের সম্মতিক্রমে গঠনতন্ত্র অনুমোদন হয়।
সভায় আহবায়ক কমিটির তিন জন করে চার গ্রুপে বার জনের উপর সদস্য সংগ্রহের দায়িত্ব দেয়া হয়। সভায় সবশেষে বিশেষ আনন্দ আয়োজনে ছিল আহবায়ক বেলাল উদ্দীনের জন্মদিন পালন। তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান উপস্থিত সকলে।