খেলাধুলা ডেস্ক : চলতি মৌসুমে নিজের মাথাটাকেই বুঝি সবচেয়ে বড় অস্ত্র বানিয়ে ফেলেছেন আলভারো মোরাতা । শুন্যে উড়ে আসা বলকে হেডের মাধ্যমে পরিনত করছেন গোলে । এটাকে যেন এক নিয়মিত অভ্যাসে পরিনত করেছেন এই স্প্যানিশ তরুণ স্ট্রাইকার । মোরাতার সেই ঘাতক হেডে এবার কুপোকাত হল ইংলিশ প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড । মোরাতার করা একমাত্র হেডের গোলে চ্যাম্পিয়ন চেলসির কাছে ১-০ গোলে হেরে গেছে হোসে মারিনিওর ম্যান ইউ ।
রবিবার নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে মৌসুমের অন্যতম বড় ম্যাচে ম্যান ইউর মুখোমুখি হয় ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি । দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ঘরের মাঠে শেষ হাসি হেসেছে ব্লুজরাই ।
গত মৌসুমে স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদের হয়ে দারুণ পারফর্মেন্স করেন আলভারো মোরাতা । কিন্তু চলতি মৌসুমে ৫৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি নাম লেখান চেলসিতে । চেলসির হয়ে শুরুটা দারুণ করেছিলেন মোরাতা । শুরুতেই প্রিমিয়ার লীগে চার ম্যাচে পেয়ে গিয়েছিলেন ছয় গোল । কিন্তু এরপরেই ঘটে ছন্দপতন । কোনভাবেই যেন গোলের দেখা পাচ্ছিলেন না বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সম্ভাবনাময় এই স্ট্রাইকার ।
তবে তার সেই অপেক্ষার শেষ হয়েছে । আবারও গোলের দেখা পেলেন মোরাতা । সেটাও ম্যান ইউর মত বড় দলের বিপক্ষে । ম্যাচের ৫৮ মিনিটে সিজার এজপিকুইলেতার ক্রসে দুর্দান্ত হেডে গোলটি করেন তিনি । তার এই গোলেই শেষ পর্যন্ত জয় পায় চেলসি ।
এই মৌসুমে সব মিলিয়ে মোট আট গোল করেছেন মোরাতা হেডে । ইউরোপের পাঁচ সেরা লীগে আর কন ফরোয়ার্ড শুধুমাত্র হেডে এতো গোল করতে পারে নি ।
চেলসির জয়ে সুবিধা হয়ে গেলো ম্যান সিটির । তারা এখন ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে । দ্বিতীয় স্থানে থাকা ম,ইয়ান ইউর চেয়ে আট পয়েন্ট এগিয়ে গেছে ম্যান সিটি । ম্যান ইউ ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে ।
অন্য দিকে জয় নিয়ে ১১ ম্যাচে ২২ পয়েন্ট পাওয়া চেলসি উঠে এসেছে চার নম্বর স্থানে ।