খেলাধুলা ডেস্ক : আন্তর্জাতিক টেনিস ফেডারেশনে ভোটাধিকার বাড়ছে বাংলাদেশের। নিশ্চিত করেছেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ। এর ফলে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোয় অংশগ্রহণসহ বেশি বেশি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করতে পারবে বাংলাদেশ। তবে দেশের টেনিসের উন্নয়নে নানা সংস্কার কাজের জন্যে ১১ কোটির টাকার বাজেট ঘোষণা করা হলেও আটকে আছে সেটি। এদিকে সম্প্রতি সাদা কাগজে ৬৮ লাখ টাকা বিল উত্থাপনের বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক।
অনূর্ধ্ব-১৪ এশিয়ান জুনিয়র টেনিস আয়োজন করেছে বাংলাদেশ। ক’দিন আগেই হয়ে গেছে অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। সবমিলিয়ে আন্তর্জাতিক এই টুর্নামেন্টগুলো সফলভাবে আয়োজন করার সুফলই পাচ্ছে বাংলাদেশ। এরই ফলশ্রুতিতে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনে ভোটাধিকার বাড়ছে বাংলাদেশের।
আন্তর্জাতিক মর্যাদা বাড়ছ তবে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের জন্যে ঠিক কতোটুকু প্রস্তুত বাংলাদেশ? এই ফেডারেশন কর্তা জানালেন, নানান সীমাবদ্ধতার কথা। একই সঙ্গে কোর্ট সংস্কারসহ নানা উন্নয়নমূলক কাজের জন্যে সরকারের পক্ষ থেকে একটি বড় অংকের বাজেট পাওয়া গেলেও পাওয়া যাচ্ছে না সেটিও।
এদিকে ফেডারেশনের এই কর্তার বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি নির্বাহী কমিটির বৈঠকে ৬৮ লাখ টাকার একটি বিল উত্থাপন করলেও খরচ দেখাতে পারেননি বলে পাস হয়নি সেটি। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। (সময়.টিভি)