ঢাকাঃ আনন্দ উৎসব ও সমাজের প্রতিটি স্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে পালিত হল ওয়ানগালা ২০১৫ উৎসব
“গারো ওয়ানগালা ফেস্টিভল ২০১৫” বনানী মডেল স্কুল মাঠে ১৩ই নভেম্বর অনুষ্ঠিত হয়। ঢাকায় বসবাসরত গারো সম্প্রদায়ের লোকজন অনুষ্ঠানটির আয়োজন করে। এই অনুষ্ঠানটির মাধ্যমে গারোরা তাদের সংস্কৃতিকে অন্য সম্প্রদায়ের লোকজনের কাছে তুলে ধরে। এ বছরের ওয়ানগালাতে গারো সম্প্রদায়ের শিল্পীরা নাচ ও গানের মাধ্যমে তাদের নৃতাত্ত্বিক শিল্প ও সংস্কৃতি তুলে ধরেন। গারো সম্প্রদায়ের লোকজন তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে অনুষ্ঠানে আসেন ও তাদের ঐতিহ্যবাহী নাচ ও গানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এ কে রহমতুল্লাহ, এমপি; বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী অ্যান্ড্রু কিশোর, মশির মানখনি ( নকমা ) এবং আরো অনেকে।বশিষে কারনবশত আমাদরে প্রাধান অতীথি আসতে পারনে ন।ি
ওয়ানগালা হচ্ছে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফসল তোলার উৎসব যা তারা প্রতিবছর পালন করে। ফসল তোলার এই উৎসব সূর্যদেবতা ও দেবী মিসি এবং সালজং-এর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এ অনুষ্ঠানের দিন ছোট বড় সবাই রঙবেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে নাচে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
সোহেল রিসিল
ফোন: ০১৬১২২২৬২১৭